Thursday, May 16th

Last update09:04:19 PM GMT

: প্রথম পাতা ক্রিকেটার মোসাদ্দেকের বিরুদ্ধে যৌতুকের মামলার তদন্ত শুরু হচ্ছে

ক্রিকেটার মোসাদ্দেকের বিরুদ্ধে যৌতুকের মামলার তদন্ত শুরু হচ্ছে

E-mail Print PDF

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের বিরুদ্ধে স্ত্রী সামিয়া শারমিন উষার দায়ের করা ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে মামলার তদন্ত শুরু হবে আগামী রোববার। গতকাল বুধবার বিকেলে সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাহজাদী এ তথ্য নিশ্চিত করেছেন। শারমিন শাহজাদী জানান, আগামি ৮ নভেম্বরের মধ্যে তাকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে সময়সীমা বেঁধে দিয়েছেন আদালত। তিনি জানান, গত ২৬ আগস্ট (রোববার) দুপুরে সদর আমলী আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোজিনা খানের আদালতে ১০ লাখ টাকা যৌতুকের দাবিসহ শারীরিক নির্যাতনের অভিযোগ এনে মোসাদ্দেকের বিরুদ্ধে মামলা দায়ের করেন সামিয়া শারমিন উষা। মামলাটি গ্রহণ না করে আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দেন। তদন্তের অগ্রগতি সম্পর্কে শারমিন শাহজাদী জানান, গত বৃহস্পতিবার আমরা তদন্ত করতে আদালতের নির্দেশনার চিঠি হাতে পেয়েছি। এরপর দু’দিন সাপ্তাহিক বন্ধ থাকায় এবং বিভাগীয় অনুষ্ঠানের প্রস্তুতি থাকায় তদন্ত কাজ শুরু করতে পারিনি। সব কিছু ঠিক থাকলে আগামি রোববার থেকে এ মামলার তদন্ত কাজ শুরু করবো। আমি প্রথমে সামিয়া, তার পরিবার এবং মোসাদ্দেক এবং তার পরিবারের সঙ্গে কথা বলবো। এরপর মোসাদ্দেক ও সামিয়াকে একসঙ্গে আমার অফিসে ডাকবো। খেলার জন্য মোসাদ্দেক দেশের বাইরে থাকায় দেশে ফিরলে তদন্ত শুরু হবে। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলখুশ জাহান জানান, তদন্তের জন্য আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে। নির্ধারিত সময়ের মধ্যেই আদালতের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। এদিকে, মোসাদ্দেকের ডিভোর্সের অভিযোগ প্রসঙ্গে সামিয়া শারমিন ওই সময় গণমাধ্যমকে বলেন, আমি কোনো ডিভোর্সের কপি পাইনি। আমি এখনো ওর লিগ্যাল ওয়াইফ। আর ডিভোর্স কোনোদিন একপক্ষে হয় না। তবে মোসাদ্দেক ওই সময় দাবি করেন, সামিয়া তার মায়ের সঙ্গে এক বাড়িতে থাকতে আপত্তি তুলে এবং প্রায় সময়েই তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতো। এর ফলে তিনি ডিভোর্সের সিদ্ধান্ত নেন। ডিভোর্স দেওয়ার পরপরই সামিয়া তার বিরুদ্ধে আদালতে যৌতুকের মামলা দায়ের করেন।

Share this post