Wednesday, Apr 24th

Last update09:04:19 PM GMT

: আন্তর্জাতিক মার্কিন নৌবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত ফিলিপিন্স সাগরে

মার্কিন নৌবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত ফিলিপিন্স সাগরে

E-mail Print PDF

06-এফএনএস আর্ন্তজাতিক: নিয়মিত টহল অভিযানের সময় ফিলিপিন্স সাগরে মার্কিন নৌবাহিনীর একটি এফ/এ১৮ হর্নেট যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
সোমবারের এ ঘটনায় যুদ্ধবিমানটির দুই পাইলটকে তাৎক্ষণিকভাবে সাগর থেকে উদ্ধার করা হয় এবং তারা দুজনেই সুস্থ আছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন নৌবাহিনী, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
কিছু যান্ত্রিক সমস্যার দেখা দেওয়ার পর বিমানটি বিধ্বস্ত হয় বলে বিবৃতিতে বলা হয়েছে।
বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে।
বোয়িং কোম্পানির তৈরি এফ/এ১৮ হর্নেট বিমানের ইউনিট মূল্য দুই কোটি ৯০ লাখ ডলার বলে উইকিপিডিয়ার দেওয়া তথ্যে জানা গেছে।

Share this post