Saturday, Apr 20th

Last update09:04:19 PM GMT

: আন্তর্জাতিক কাবুলে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী হামলায় নিহত ৬

কাবুলে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী হামলায় নিহত ৬

E-mail Print PDF

08-এফএনএস আর্ন্তজাতিক: আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি পুলিশ চেকপোস্টের কাছে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, পায়ে হেঁটে ওই হামলাকারী পুলিশ চেকপয়েন্টের দিকে যায়। কাছেই একটি স্কুলও ছিলো।
২০০১ সালে মার্কিন জোটের হামলায় ক্ষমতাচ্যুত হয় আফগানিস্তানের তালেবান সরকার। তারপর থেকেই দেশটিতে থাকা বিদেশি সেনা ও মার্কিন সমর্থিত সরকারি কর্মকর্তাদের নিয়মিত লক্ষ্যবস্তু বানাচ্ছে গ্রুপটি। ১৭ বছরের যুদ্ধ অবসানে সম্প্রতি সশস্ত্র এই গ্রুপটির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরুর খবর বেরিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। ওই আলোচনার মধ্যেও দেশটির বেশিরভাগ অংশে গত সপ্তাহে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচন ভন্ডুল করার ঘোষণা দেয় তালেবান।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে তৎক্ষণাত অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
কাবুল পুলিশের মুখপাত্র বশির মুজাহিদ বলেন, তিনি ঘটনাস্থল থেকে ২০ মিটার দূরে ছিলেন। আধঘণ্টা আগেই সেখানে একটি মিছিল হচ্ছিলো। বশির বলেন, ‘আমি চারটি মরদেহ সরিয়েছি। আরও বেশ কয়েকটি দেহ পড়ে ছিলো।’
এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। কাবুলের ওই মিছিলে সরকারবিরোধী শত শত মানুষ অংশ নিয়েছিলেন।

Share this post