Thursday, May 02nd

Last update09:04:19 PM GMT

: প্রথম পাতা দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বক্তব্য প্রচার না করার শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বক্তব্য প্রচার না করার শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি

E-mail Print PDF

স্টাফ রিপোর্টার: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল সোমবার জনসমাবেশ করেছে বিএনপি। সমাবেশ করতে দলটিকে বেশ কিছু শর্ত সাপেক্ষে বিএনপিকে অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল সোমবার ডিএমপি সদর দপ্তরের যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শর্তসাপেক্ষে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে সড়কে প্রতিবন্ধকতা, গাড়ি ভাঙচুর কিংবা গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। সমাবেশ কেন্দ্র করে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হলে পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে। এছাড়াও বিএনপির সমাবেশে দÐপ্রাপ্ত কোনো ব্যক্তির বক্তব্য প্রচার করা যাবে না বলেও উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা। এর আগে, শনিবার সন্ধ্যায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, গত শুক্রবার দেখা গেছে বিএনপির সমাবেশ থেকে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিএনপি’র বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য প্রচার করা হয়েছে।

Share this post