ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া শিশুর মৃত্যু

Print

এফএনএস: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া শিশুটি মারা গেছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। গত দুইদিন হাসপাতালে শিশুটিকে চিকিৎসা দেওয়া হলেও তার পরিচয় শনাক্ত করা যায়নি। আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থানা পুলিশের ওসি জসিম উদ্দিন খন্দকার জানান, বৃহস্পতিবার দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন বিজয়নগরের মেরাশানি রেলস্টেশনে অতিক্রম করছিল। এ সময় চলন্ত ট্রেন থেকে আনুমানিক ১০ বছরের ছেলে শিশুটি পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা গিয়ে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে গ্রাম্য চিকিৎসকের নিয়ে যান। সেখান থেকে শিশুটিকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি গতকাল শনিবার মারা যায়। তিনি আরও জানান, শিশুটিকে হাসপাতালে ভর্তি করার পর পুলিশকে জানানো হয়। তার নাম-পরিচয় শনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। লাশটি ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ সংগঠনের কাছে দাফন করতে হস্তান্তর করা হচ্ছে বলেও জানান তিনি।

Share this post