চার দিনের সফরে কলকাতায় তথ্যমন্ত্রী

Print

বিনোদন ডেস্ক: চার দিনের সফরে গত মঙ্গলবার কলকাতায় গেছেন তথ্য ও স¤প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বিমানবন্দরে অবতরণের পর ইন্দো বাংলা প্রেসক্লাবের সভাপতি কিংশুক চক্রবর্তী তাঁকে স্বাগত জানান। এরপর হোটেলে মন্ত্রীকে ফুলেল অভ্যর্থনা জানায় ইন্দো বাংলা প্রেসক্লাবের সদস্যরা। সেখানে সদস্যদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী। সদস্যদের বর্তমান অবস্থা এবং কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা এ বিষয়ে নানা খোঁজখবর নেন হাছান মাহমুদ। একইভাবে পশ্চিমবাংলার বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল এবং সংবাদ মাধ্যমের নানা বিষয়ে আলোচনা করেন তিনি। কার্যক্রম শেষে গতকাল বুধবার সকালে যান শান্তিনিকেতন। সেখানে বাংলাদেশ ভবন পরিদর্শন করেন। আজ বৃহস্পতিবার সকালে তথ্যমন্ত্রীর আগমনে ভারতীয় সাংবাদিকদের জন্য মিট দ্য প্রেস এর আয়োজন করেছে কলকাতা প্রেসক্লাব। দুপুরে ইন্দো বাংলা কাউন্সিল ফর কমার্শিয়াল অ্যান্ড কালচারাল কোলাবরেশন এর আয়েজনে কলকাতায় সুশীল সমাজের এক মতবিনিময় সভায় যোগ দেবেন। এদিন বিকেলেই কলকাতায় পঞ্চমবারের মতো বাংলাদেশি চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে। রবীন্দ্রসদন সংলগ্ন নন্দন-১ এ উদ্বোধনে তথ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন অভিনেতা ফেরদৌস আহমেদ ও অভিনেত্রী পূর্ণিমাসহ বাংলাদেশি কলাকুশলীরা। একইভাবে উপস্থিত থাকবেন টলিপাড়ার কলাকুশলীরা ও বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কর্মকর্তা এবং কলকাতার বিশিষ্ট জনরা। এবারে পঞ্চমবারের বাংলাদেশি চলচ্চিত্র উৎসব ২৪টি বাংলাদেশি ছবি থাকছে। তার মধ্যে পাঁচটি প্রামাণ্য চিত্র ও দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে। ২৮ জুলাই তথ্যমন্ত্রী জোড়াসাঁকো পরিদর্শনে যাবেন। ২৯ জুলাই সকালে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবেন তিনি।

Share this post