ভালুকার প্রিয় নেত্রী মনিরাকে ব্যাপক সংবধর্না

Print

এস.এম সুজন খান,ভালুকা প্রতিনিধি:
pic-1ভালুকার গণ মানুষের প্রিয়নেত্রী মনিরা সুলতানা মনিকে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে ব্যাপক সংবর্ধনা দিয়েছে ভালুকার সর্বস্তরের জনগণ।
মনিরা সুলতানা মনি আগামী জাতীয় নির্বাচনে ময়মনসিংহ -১১ ভালুকা আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। মনি ময়মনসিংহ মুমিনুন্নিসা সরকারী মহিলা কলেজের সাবেক ভিপি ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক,ভালুকার সাবেক এমপি স্বাধীন বাংলা ফুটবল দলের প্রতিষ্ঠাতা পরিচালক ভাষা সৈনিক এড.মোস্তফা এম.এ মতিন এর কন্যা এবং ভালুকা উপজেলা পরিষদের বার বার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান। মনিরা সুলতানা মনিকে গণসংবধর্না দিতে ২৩ সেপ্টেম্বর (রোববার) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোয়ায় আওয়ামীলীগ ও অঙ্গ/ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ মোটরসাইকেল,প্রাইভেট ও মাইক্রো নিয়ে জড়ো হয়, পরে তাকে ফুল দিয়ে বরন করে নিয়ে শোভাযাত্রটি ভালুকা ডিগ্রী কলেজে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পতপক অর্পণ করেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল,মহিলা সম্পদক মনিরা সুলতানা মনি ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এড. শওকত আলী, পুষ্পতপক অর্পণ মরহুম এড.মোস্তফা এম.এ মতিন এর কবর জিয়ারত করেন নেতৃবৃন্দ। কর্মিসমর্থকরা কবর জিয়ারতের পর শোভাযাত্রাসহকারে ভালুকা সাতেঙ্গার নিজে গ্রামে মোস্তফা মতিন উচ্চ বিদ্যালয়ে নিয়ে যায়, সেখানে ছাত্র/ছাত্রীরা মনিকে ব্যাপকভাবে সংবর্ধিত করে।
এসময় ভালুকা উপজেলা আওয়ামীলীগ,যবমহিলালীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সকল পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share this post