Saturday, May 18th

Last update09:04:19 PM GMT

: গ্রাম বাংলার খবর ফ্লোটিং প্যারাডাইস রেষ্টুরেন্ট ঝূকিপূর্ণ স্থাপনা

ফ্লোটিং প্যারাডাইস রেষ্টুরেন্ট ঝূকিপূর্ণ স্থাপনা

E-mail Print PDF

Floting Paradyas Pic1ব্যুরো প্রতিনিধিঃ ফ্লোটিং প্যারাডাইস রেষ্টুরেন্ট ঝূকিপূর্ণ স্থাপনায় প্রশাসনের নাকের ডগায় অসতর্কতা অবস্থায় চলছে পর্যটক ও দর্শণার্থীদের আপ্যায়ন। যেকোন মুহুর্তে ঘটতে পারে দুর্ঘটনা। রাঙ্গামাটি পার্বত্য জেলার পর্যটন উপশহর কাপ্তাই উপজেলা সদরের সন্নিকটে অবস্থিত পিকনিক স্পট ও ফ্লোটিং প্যারাডাইস রেষ্টুরেন্ট। কাপ্তাই-চট্টগ্রাম মহাসড়কের মূল সড়ক ঘেষে গড়ে উঠেছে ঝুকিপূর্ণ এই রেষ্টুরেন্ট। যার অংশবিশেষ ভেঙ্গে কর্ণফুলী নদীগর্ভে বিলীন হওয়ার আশংকা রহিয়াছে। যেকোন মুহুর্তে ঘটতে পারে দুর্ঘটনা। দুর্ঘটনাকে মাথায় রেখে অনেক দর্শণার্থী রুচিসম্মত খাওয়ার সন্ধানে ফ্লোটিং প্যারাডাইসে আসেন। কিন্তু ফ্লোটিং প্যারাডাইসের চাকচিক্য আকৃষ্ট হলেও মূল ভবনের অংশ নদীগর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রহিয়াছে। তা অজানা অনেকের। কর্তৃপক্ষ অবহিত থাকলেও আদৌ কখনো সর্তকর্তামূলক কোন ব্যবস্থা করেনি। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করলে এড়ানো যেতে পারে সমুহ ক্ষয়ক্ষতি থেকে অনেককে।

Share this post