Friday, May 03rd

Last update09:04:19 PM GMT

: শেষের পাতা বিএনপি নেতা সোহেলকে আসামি ছিনতাইয়ের মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ

বিএনপি নেতা সোহেলকে আসামি ছিনতাইয়ের মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ

E-mail Print PDF

স্টাফ রিপোর্টার: ঢাকার গুলশান থেকে গ্রেফতার বিএনপি নেতা হাবিব উন নবী সোহেলকে শাহবাগ থানার আসামি ছিনতাইয়ের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান গতকাল বুধবার এ কথা জানান। তিনি বলেন, গত জানুয়ারি মাসে হাই কোর্টের সামনে পুলিশের গাড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়েছিল। সেই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব সোহেলকে গত মঙ্গলবার সন্ধ্যায় আটক করে গুলশান থানায় নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। নাশকতাসহ বিভিন্ন অভিযোগে অর্ধশতাধিক মামলার আসামি সোহেলকে দীর্ঘদিন ধরেই খুঁজছিল পুলিশ। শান্তিনগরে তার বাড়িতে একাধিকবার তল্লাশিও চালানো হয়েছিল। তবে এর মধ্যেও দলীয় বিভিন্ন কর্মকসূচিতে অংশ নিচ্ছিলেন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল। গত ১ সেপ্টেম্বর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভাতেও তাকে দেখা গিয়েছিল। গত মঙ্গলবার সোহেল আটক হওয়ার পর বিএনপি জরুরি সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানিয়েছে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ভোটারশূন্য নির্বাচন করতেই’ সরকার সোহেলকে গ্রেফতার করেছে। সোহেল ঢাকা মহানগরের নেতৃত্ব দিচ্ছেন। তাকে গ্রেফতার করে রাখলে সরকারের টেনশন দূর হয়। কারণ তারা ভোটারশূন্য একটা নির্বাচন করতে চায়। তো সেই নির্বাচন করলে সোহেলের মতো নেতৃত্বকে বাধা মনে করছে। এই মনে করেই তার বিরুদ্ধে মিথ্যা মামলা এবং তাকে আজকে গ্রেফতার করে বন্দি করা হয়েছে। সোহেলের বিরুদ্ধে মামলাগুলো ‘রাজনতিক প্রতিহিংসামূলক’ দাবি করে রিজভী বলেন, তার স্ত্রী আমাকে জানিয়েছে, সাড়ে ৪শ থেকে ৫শর মতো মামলা ইতোমধ্যে দায়ের করা হয়েছে। সে দৃপ্ত কণ্ঠে বক্তব্য রাখে অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে, এটাই তার অন্যায়।

Share this post