Sunday, May 12th

Last update09:04:19 PM GMT

: গ্রাম বাংলার খবর পঞ্চগড়ে বাবা-মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

পঞ্চগড়ে বাবা-মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

E-mail Print PDF

স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ে চাঞ্চল্যকর বাবা-মাকে হত্যাকারী ছেলের যাবজ্জীবন কারাদ- এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের কারাদ-ের রায় দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আনিছুর রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি মঞ্জুরুল হাসান শান্ত আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে উল্লেখ রয়েছে, ২০১৫ সালের ২২ মার্চ পঞ্চগড় জেলা শহরের রামেরডাঙ্গা মহল্লায় ভাই ভাই মঞ্জিলের বাসায় মানসিক বিকারগ্রস্ত ছেলে শান্ত প্রকাশ্যে তাঁর বাবা মুক্তিযোদ্ধা মিজানুর রহমান ও মা সুলতানা বেগমকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন। খবর পেয়ে পঞ্চগড় থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শান্তকে ধরতে যান। এ সময় তৎকালীন পঞ্চগড় থানার উপপরিদর্শক (এসআই) আরিফ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) এনামুল ছুরির আঘাতে আহত হন। পরে পুলিশ তাঁকে আটক করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় শান্তর বড় ভাই আক্তারুজ্জামান সাগর পঞ্চগড় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বাদীপক্ষে অতিরিক্ত সরকারি কৌঁসুলি জাহাঙ্গীর আলম এবং আসামিপক্ষে অ্যাডভোকেট বলরাম গুহঠাকুরদা মামলা পরিচালনা করেন। শান্তর বাবা মিজানুর রহমান ছিলেন পঞ্চগড় সুগার মিলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। আর তার মা ছিলেনর গৃহিণী। আইনজীবী জাহাঙ্গীর বলেন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই রঞ্জু আহাম্মেদ ওই বছরের ৩১ জুলাই আদালতে শান্তর বিরেুদ্ধে অভিযোগপত্র দেন। আদালত ১৪ জনের সাক্ষ্য নিয়ে এই রায় দিয়েছে বলে তিনি জানান। মামলায় আসামিপক্ষের আইনজীবী আবদুল আলিম রায়ের প্রতিক্রিয়ায় বলেন, তারা রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করবেন।

Share this post