Saturday, May 18th

Last update09:04:19 PM GMT

: আন্তর্জাতিক মিসরে হাজার বছরের পুরোনো ভবনের সন্ধান

মিসরে হাজার বছরের পুরোনো ভবনের সন্ধান

E-mail Print PDF

এফএনএস ডেস্ক: মিসরে হাজার বছরের পুরাতন একটি ভবনের সন্ধান পেয়েছেন প্রতœতাত্ত্বিকরা। রাজধানী কায়রো থেকে ১২ মাইল দূরে মিত রাহিনা শহরে এই ভবনের সন্ধান পান তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। দেশটির পুরাতত্ত্ব মন্ত্রণালয় জানায়, প্রতœতত্ত্ববিদরা ওই ভবনের সঙ্গে একটি রোমান গোসলখানা ও একটি উপাসনা করার ঘরও আবিষ্কার করেছে। পুরাতত্ত্ব পরিষদের মহাসচিব ওয়াজিরি বলেন, এই ভবনটি হয়তো কোনও আবাসিক এলাকার অংশ। মিসরীয় রাজধানী মেমফিসে গড়ে উঠতে পারে এই আবাসিক এলাকা। খ্রিষ্টপূর্ব ৩১০০ সালের দিকে মেমফিস নগরী গড়ে ওঠে। সেখানকার রাজা মিসরের উচ্চবিত্ত ও নিম্নবিত্তকে এক করেছিলেন। ওয়াজিরি বলেন, ‘সন্ধান পাওয়া ভবনটিতে যেই ইট ব্যবহার করা হয়েছে সেগুলো লাইমস্টোনের বিশাল পাথর দিয়ে ভিত্তি দেওয়া। ভেতর ও বাহিরের সিঁড়িও লাল ইট দিয়ে তৈরি। পুরাতত্ত্ব পরিষদের মহাসচিব বলেন, পুরো এলাকা নিয়েই নতুন তথ্য জানার জন্য গবেষণা চালিয়ে যাওয়া হবে। মিসর চায় এমন উদ্ভাবনের মধ্য দিয়ে দেশের পর্যটন খাতকে এগিয়ে নিয়ে যেতে। ২০১১ সালে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটিতে পর্যটক সংখ্যা কমে গেছে।

Share this post