Friday, May 17th

Last update09:04:19 PM GMT

: আন্তর্জাতিক ইউনাইটেড এয়ারলাইনসের চার্টার ফ্লাইটে হবে ফাইজারের টিকা পরিবহন

ইউনাইটেড এয়ারলাইনসের চার্টার ফ্লাইটে হবে ফাইজারের টিকা পরিবহন

E-mail Print PDF

এফএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্রের বহুজাতিক ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেকের টিকা পরিবহন সংক্রান্ত কার্যক্রম শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) সহযোগিতায় ইউনাইটেড এয়ারলাইনসের চার্টার ফ্লাইটে টিকা পরিবহন করা হবে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের খবরে এমনটি বলা হয়েছে। ফক্সনিউজ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার থেকে টিকা পরিবহনে কাজ শুরু করেছে ইউনাইটেড এয়ারলাইনস। ফাইজারের এ টিকাটি সংরক্ষণ করতে হবে মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়েও কম তাপমাত্রায়। এ কারণে সাধারণ সময়ের চেয়ে পাঁচগুণ বেশি বরফ বহনের অনুমতি পাবে ইউনাইটেড এয়ারলাইনস। করোনা প্রতিরোধে টিকা সরবরাহ ও বিতরণ কার্যক্রমে এটিই প্রথম পদক্ষেপ। গত সপ্তাহে নিজেদের উৎপাদিত টিকার ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করে ফাইজার ও বায়োএনটেক। প্রতিষ্ঠান দুটি যৌথভাবে টিকাটি নিয়ে কাজ করছে। এরপর এটির অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছে আবেদন করে তারা। এফডিএ এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাগুলো অনুমোদন দিলে যাতে দ্রুত সরবরাহ নিশ্চিত করা যায় এ লক্ষে কাজ শুরু করেছে কোম্পানি দুটি। এ টিকার চালান নিয়ে বিশ্বব্যাপী প্রতিদিন কয়েক ডজন কার্গো ফ্লাইট এবং শত শত ট্রাক পরিবহনের পরিকল্পনা আছে তাদের। কার্গো বিমান ও ট্রাকের ভেতরে স্যুটকেসের মতো হিমায়িত বক্সে করে এ টিকা সরবরাহ করা হবে। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের প্লিজান্ট প্রেইরিতে এবং জার্মানির কার্লসরুতে মজুদ ব্যবস্থা সম্প্রসারণ করেছে বলে এর আগে জানায় ফাইজার ও বায়োএনটেক। ফাইজার কিংবা ইউনাইটেড এয়ারলাইনস কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সংবাদমাধ্যমের কাছে কাজ শুরুর বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

Share this post