Wednesday, May 15th

Last update09:04:19 PM GMT

: গ্রাম বাংলার খবর শীল ছড়ি তে মামলার বিচারাধীন জায়গায় প্রতিবন্দিপরিবারের বসত ভুমি খেড়ে নেওয়ার ষড়যন্ত্র

শীল ছড়ি তে মামলার বিচারাধীন জায়গায় প্রতিবন্দিপরিবারের বসত ভুমি খেড়ে নেওয়ার ষড়যন্ত্র

E-mail Print PDF

bsot fপার্বত্য চট্রগ্রাম ব্যুরো ঃগত ৪ এপ্রিল ২০২৩ ইং তারিখে সকালে কাপ্তাই উপজেলার ১০০ নং ওয়্গাগা মৌজার ৫ নংওয়াগ্গা ইউনিয়ন শীল ৯ নং ওয়াডের হাজিটেক এলাকায় রমজান আলীর বসত ভুমিতে ঘটে এ ঘটনা । রমজান আলী জানান, কিছু দিন পুবে জায়গা দাবি করে একটি মিথ্যা মামলা দিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাঙ্গ ামাটির আদালতে হয়রানি করে। দীর্ঘ শুনানাীর পর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মামলা টিকে খারিজ করে দেয়। যার রায় রমজান আলীর পক্ষে আসে। পরে রমজান আলী চৌহদী মুলে বসতভুমি রক্ষার জন্য বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ রাঙ্গামাটির আদালতে একটি উচ্ছেদ মামলা দায়ের করেন প্রতিপক্ষ গং দের বিরুদ্ধে। যার দেওয়ানী মামলা নং ৩৪/২২। বিবাদী গং জোর পুবক আাদালতের বিনা অনুমতিতে ঘেড়া বেড়া দিয়ে অবৈধ জবর দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্ষতি গ্রস্ত পরবার টি আরো জানায়, বিবাদীরা আদালতের বিচারাধীন জায়গায় আদালতের অনুমতি ছাড়া অবৈধভাবে গাছ, বাঁশ কেটে নিয়ে যাচ্ছে । বতমানে প্রতিবন্দি পরিবার টি এখন নিরাপত্তা হীন। তারা সরকারের সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের নিকট সহযোগিতার প্রার্থনা করেছে। রমজান আলীর প্রতিবন্দি ছেলে টির নাম আশ্্রাফ আলি সে একজন কনফুলি কলেজের ছাত্র। বিবাদী গনের বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রস্তুতিচলছে বলে ক্ষতি গ্রস্ত রমজান আলী জানান। প্রতিবেদক বিষয় টি জানার জন্য শীল ছড়ি এলাকায় গিয়ে প্রতিপক্ষের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও কাউকে পাওয়া যায় নি ।

Share this post