Sunday, Apr 28th

Last update09:04:19 PM GMT

: গ্রাম বাংলার খবর বারবার আগুনের ঘটনা নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বারবার আগুনের ঘটনা নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

E-mail Print PDF

moedyডি. এম. এরশাদুল আলম, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এ্যাড. আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, সকলের ধারণা হঠাৎ করে বড় বড় মার্কেটে একযুগে অগ্নিসংযোগ হচ্ছে। এটা নাশকতা মূলক কাজ কিনা তা খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মন্ত্রী আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এদেশে একটি লোকও না খেয়ে থাকবে না। যাদের জমি নেই ঘর নেই তাদেরকে জমি ঘর দেওয়া হয়েছে।
মন্ত্রী রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ অডিটরিয়ামে ২০২২-২৩ অর্থবছরে অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি,আর) কর্মসূচি আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক ২য় পর্যায়ে বরাদ্দের চেক ও ঢেউটিন বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল প্রমূখ। এ সময় আরও উপস্থিত ছিলেন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ।

Share this post