Monday, Apr 29th

Last update09:04:19 PM GMT

: গ্রাম বাংলার খবর নরসিংদীতে স্মার্ট বাংলাদেশ নির্মাণে আমাদের করনীয় ও স্মার্ট জেলা

নরসিংদীতে স্মার্ট বাংলাদেশ নির্মাণে আমাদের করনীয় ও স্মার্ট জেলা

E-mail Print PDF

hfuerrইনোভেশন চ্যালেজ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্ট বাংলাদেশ নির্মঅণে সকল ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন
-নরসিংদী জেলা প্রশাসক

মোঃ জসিম উদ্দিন : স্মার্ট বাংলাদেশ নির্মাণে আমাদের করণীয়’ ও স্মার্ট জেলা ইনোভেশন চ্যালেঞ্জ বিষয়ক মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা প্রশাসন এর আয়োজনে ও নরসিংদী জেলা তথ্য অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। উপস্থিত ছিলেন নরসিংদী স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৌসুমী সরকার রাখী। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুশফিকুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইনোভেশন আইডিয়া মাল্টি প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন নরসিংদী জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র, নরসিংদী সিভিল সার্র্জনের প্রতিনিধি ইনোভেশন আইডিয়া উপস্থাপন করেন নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু কাউছার সুমন, নরসিংদী জেলা তথ্য অফিসার শামীমা নাসরিন, নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা অফিস, নরসিংদী জেলা কারাগার এর জেল সুপার মোঃ আবুল কালাম আজাদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নরসিংদীর ডিএডি মোঃ আবুল কালাম আজাদ, বিআরডিবি নরসিংদীর উপ পরিচালক এসএম জুয়েল আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তর এর পক্ষে ইনোভেশন আইডিয়া উপস্থাপন করেন নরসিংদী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন নাহার, নরসিংদী জেলা মৎস কর্মকর্তার পক্ষে উপস্থাপন করেন জেলা মৎস্য বীজ উৎপাদন খামার বাগহাটার খামার ব্যবস্থাপক এসএম মোস্তাফিজুর রহমান, নরসিংদী জেলা প্রাণী সম্পদ দপ্তর এর পক্ষে অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জুনায়েদ ইবনে হামিদ নাঈম, নরসিংদী শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার শাহেলা খাতুন।
নরসিংদীর জেলা প্রশাসক বলেন, স্মার্ট বাংলাদেশ নির্মাণে সকলকে এগিয়ে আসতে হবে। সকল ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন। এব্যাপারে সবাইকে এেিগয় আসতে হবে। আমাদেরকে কর্মক্ষেত্রে আরো অনেক অনেক স্বচ্ছ ও জবাবদিহি হতে হবে। তা হলেই স্মার্ট বাংলাদেশ নির্মাণ সম্ভব হবে এবং এর সুফল আমরা সবাই পাবো।

Share this post