Sunday, Apr 28th

Last update09:04:19 PM GMT

: গ্রাম বাংলার খবর নরসিংদীতে ক্যাডেট কেয়ার এর আয়োজনে কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

নরসিংদীতে ক্যাডেট কেয়ার এর আয়োজনে কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

E-mail Print PDF

তোমরা সৎ থাকলে তোমাদের উপর আল্লাহর রহমত থাকবে
rfrur-নরসিংদীর ইফার ডিডি
মোঃ জসিম উদ্দিন : নরসিংদীতে মডেল ক্যাডেট কেয়ার ফ্রি কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার মডেল ক্যাডেট কেয়ার ক্যাম্পাস বিলাসদীতে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন নরসিংদীর উপ পরিচালক মোঃ ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ এর অধ্যক্ষ ড. মোঃ শফিউল আজম কাঞ্চন, দৈনিক বাংলার নবকণ্ঠ এর জেলা সংবাদদাতা খন্দকার আমির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মডেল ক্যাডেট কেয়ার এর চেয়ারম্যান কাজী মোহাম্মদ এহতেশামুল হক (মোসাদ্দেক। স্বাগত বক্তব্য রাখেন মডেল ক্যাডেট কেয়ার এর কো-অর্ডিনেটর মোঃ ছানাউল্লাহ মিয়া। বক্তব্য রাখেন মডেল ক্যাডেট কেয়ার এর গণিতের শিক্ষক নাদিম হোসেন, বাংলার শিক্ষক মোঃ আল আমীন, ইংরেজীর শিক্ষক মাহমুদুল হাসান রাসেল।
প্রধান অতিথি ইউসুফ আলী উপস্থিত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যার যার ধর্মকে অনুসরণ করবে। আল্লাহ কে বেশী বেশী স্মরণ করবে। মা বাবা, শিক্ষকদের কথা মেনে চলবে। ভাল মানুষ হবে। সব সময় সত্য কথা বলবে। তাহলে জীবনে তোমরা সৎ থাকবে। তোমরা সৎ থাকলে তোমাদের উপর আল্লাহর রহমত থাকবে। এতে তোমরা দুনিয়া ও পরকালে সুখী হবে।
অতিথিগণ বক্তব্যে শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। কুইজ প্রতিযোগিতায় ১৮০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে তাদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়সহ ২০ জনকে পুরস্কার প্রদান করাহয়। এতে প্রথম স্থান অধিকার করে ব্রাহ্মন্দী কে কে এম সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোঃ সাদিদ প্রধান, দ্বিতীয় স্থান অর্জন করেছে নিউ মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র বেইনি আমিন নিরব, তৃতীয় স্থান অর্জন করেছে ব্রাহ্মন্দী কে কে এম সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র আবরার জাহিন।
#
মোঃ জসিম উদ্দিন
নরসিংদী
১০-০৬-২০২৩

Share this post