Saturday, May 18th

Last update09:04:19 PM GMT

: শেষের পাতা যশোরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

যশোরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

E-mail Print PDF

এফএনএস: যশোরে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় বাসুদেব সুর (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে অভয়নগরের তালতলা এলাকায় আকিজ জুট মিল সংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসুদেব সুর খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের মৃত বিজয় কৃষ্ণ সুরের ছেলে। নিহতের ছেলে লিটন চন্দ্র সুর জানান, হৃদয় টেলিকম নামে নওয়াপাড়া বাজারে তার বাবার ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিনের মতো গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মোটরসাইকেল নিয়ে তার বাবা বাড়ি থেকে বের হন। সকাল ৮টার দিকে অজ্ঞাত মোবাইল ফোন থেকে বাবার মৃত্যুর খবর জানতে পারেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে রেলক্রসিং পার হওয়ার সময় বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত হন। গুরুতর অবস্থায় তাকে রেললাইনের পাশ থেকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাফুজুর রহমান সবুজ জানান, ট্রেনের ধাক্কায় আহত ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে রেল পুলিশ এসে লাশ নিয়ে যায়। রেলওয়ে পুলিশের নওয়াপাড়া রেলস্টেশনের এসআই সোহাগ কুমার বলেন, বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বাসুদেব সুর নামে একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোরে পাঠানো হয়েছে।

Share this post