Monday, Apr 29th

Last update09:04:19 PM GMT

: শেষের পাতা আওয়ামী লীগ সংবিধান মেনে সুষ্ঠু নির্বাচন চায়: ইমরান

আওয়ামী লীগ সংবিধান মেনে সুষ্ঠু নির্বাচন চায়: ইমরান

E-mail Print PDF

এফএনএস: বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় নির্বাচনের পক্ষে। আমরা চাই সংবিধানের মধ্যে থেকে একটা সুষ্ঠু নির্বাচন হোক। কিন্তু জামায়াত-বিএনপি অপপ্রচার চালিয়ে দেশে অশান্তি সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় পশ্চিম জাফলং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে হাজীপুর মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা সুশীল সমাজ, যুবক-তরুণ ও বিভিন্ন পেশাজীবী মানুষদের সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সরকার বিএনপি-জামায়াতের অপপ্রচারের বিরুদ্ধে জনগণের কাছে সত্য তুলে ধরছেন। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময়ে যে উন্নয়নগুলো হয়েছে সেগুলো তৃণমূলে গিয়ে মানুষজনকে জানাতে হবে। মন্ত্রী আরও বলেন, আমার নির্বাচনী এলাকার জনগুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করাই আমার একমাত্র ও প্রধান লক্ষ্য। সভায় সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, পশ্চিম জাফলং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুস শহীদ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন, পশ্চিম জাফলং ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস শহীদ, অবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিক আহমদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহŸায়ক ফারুক আহমদ, যুগ্ম আহŸায়ক আহমেদ মোস্তাকিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আইয়ুব আলী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মামুনুর রশীদ, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ প্রমুখ বক্তব্য দেন।

Share this post